Image

Civil Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?

ইঞ্জিনিয়ারিং পেশার পুরাতন ও অন্যতম একটি শাখা সিভিল টেকনোলজি, বাংলায় বলা হয় পুরকৌশল বিদ্যা। বর্তমান বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং। স্বপ্ন যাদের নির্মাণ করার তাদের জন্যই পুরকৌশল। টেকসই উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের করতে মাঠ পর্যায়ে যারা ব্যাপক কর্মকান্ডে সক্রিয়ভাবে অবদান রাখেন তারাই সিভিল ইঞ্জিনিয়ার।

যে বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ঃ

ডিপ্লোমাতে সিভিল টেকনোলজিতে সড়ক, দালানকোঠা, ব্রীজ, জনপথ, হাইড্রলিক, স্ট্রাকচার, কালভার্ট, স্যানিটেশন, পানি সরবরাহ ইত্যাদির জরিপ কাজ নির্মাণ কৌশল ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। 

সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেসব বিষয় নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আলোচনা করা হয়ঃ

1. Structural Engineering,

2. Transportation Engineering,

3. Geo technical Engineering,

4. Environmental Engineering,

5. Water Resource Engineering,

6. Construction Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা :

❝যতদিন রইবে নির্মাণ ততদিন সিভিলের প্রয়োজন রবে অম্লান❞ পুরকৌশল তেমনি একটি বিষয় যার প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। সিভিলের টেকনোলজির প্রয়োজনীয়তা বা চাহিদা উল্লেখ করার মতো তেমন কিছুই নেই।

সিভিল ইঞ্জিনিয়ারদের কাজঃ

নকশা এবং নির্মাণ করা আর সেই কাজ এর ক্ষেত্রগুলো হলো রাস্তাঘাট, বিমানবন্দর, সেতু, সুড়ঙ্গ, পানি সরবরাহ এবং নিস্কাশন ব্যবস্থা, বাঁধ, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ভবন এমনকি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইত্যাদিই হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ।

উচ্চ শিক্ষার সুযোগঃ

ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শেষে সরকারিভাবে ডুয়েট এ বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে। এছাড়া দেশের প্রায় অনেক প্রাইভেট প্রতিষ্ঠান ডিপ্লোমা-ইঞ্জিনিয়ারদের বিএসসি পড়ার সুযোগ প্রদান করে।